Saturday, July 27, 2024
বাড়িরাজ্যদুই দোকানে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করল সদর মহকুমা এনফোর্সমেন্ট টিম

দুই দোকানে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করল সদর মহকুমা এনফোর্সমেন্ট টিম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : নিত্য প্রয়োজনীয় সামগ্রী অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা আমজনতার। বাজারে আলু, পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর মূল্য অসাধু ব্যবসায়ীদের মর্জি মাফিক বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মমাফিক অভিযান চালানো হলেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কঠোর পদক্ষেপ। বাজারে বের হয়ে শুধুমাত্র লোক দেখানো ঢাক ঢোল পিটিয়ে অভিযান করছে প্রশাসনিক টিম।

সোমবার রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকার দুই দোকানে অভিযান চালায় সদর মহকুমা এনফোর্সমেন্ট টিম। এই টিমে খাদ্য দপ্তর, ওজন ও পরিমাণ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরাও সামিল ছিলেন। সদর এনফোর্সমেন্ট টিমের সদস্য প্রদীপ ভৌমিক জানান এইদিন প্রথমে ওনারা রাজধানির বটতলা বাজারে আলু পিয়াজের মূল্য যাচাই করে দেখেছেন। তারপর একটা অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধি আশ্রম শিব দুর্গা ভ্যারাটাইজে অভিযান চালানো হয়। দেখা যায় এই দোকানে ঠাণ্ডা পানীয় অধিক মূল্যে বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি সেখানে একটি কেক-এর দোকানে অভিযান চালানো হয়। সেখানে বহু অনিয়ম ধরা পড়েছে। উভয় দোকানের বিষয়ে সদর মহকুমা শাসকের নিকট রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান তিনি। একইসাথে খাদ্য দপ্তরের অধিকর্তাকে এই বিষয়ে অবগত করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য