Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : শান্তিরবাজার আর.কে গঞ্জ এলাকায় দুদিন ধরে জল নেই, বিদ্যুৎ নেই, শেষ পর্যন্ত ধৈর্য হারা হয়ে জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় বসল মহিলারা। সোমবার সকাল থেকেই গ্রামের মহিলারা বিদ্যুৎ ও জলের দাবিতে বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে পথ অবরোধে বসে।  ঘটনার খবর পেয়ে ছুটে আসে শান্তিরবাজার থানার পুলিশ। তখন পুলিশের মুখোমুখি হয়ে গ্রামের মহিলারা তীব্র প্রতিবাদ করে তোলে।

 প্রতিবাদী মহিলাদের বক্তব্য প্রথমত তারা জলের অভাবে ভুগছে। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েতকে অবগত করা হয়েছে। কিন্তু কারোর কোন উদ্যোগ নেই। তারপর গত দুদিন আগে এলাকার বিদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় বিপাকে পড়ে গ্রামবাসী। খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের অফিসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রবিবার শান্তির বাজারের বিদ্যুৎ নিগমের কর্মীরা গিয়ে বিদ্যুতিক লাইন সংস্কার করা যাবে না বলে জানিয়ে দেয়। সোমবার সকালে বাইখোরা বিদ্যুৎ নিগমের কর্মীরাও গিয়ে একই কথা বলে এলাকা থেকে চলে আসে। তারপরেই পথ অবরোধ করার সিদ্ধান্ত নেয় গ্রামের মহিলারা। তাদের আরও বক্তব্য এই গরমে ঘরে ঘরে শিশু ও বয়স্ক সকলে অসুস্থ হয়ে পড়ছে। পরে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য