Friday, July 26, 2024
বাড়িরাজ্যস্মার্ট সিটির কাজ রুখে দিল প্রতিবাদী জনগণ, নির্মীয়মান ড্রেনের ইট খুলে ফেলে...

স্মার্ট সিটির কাজ রুখে দিল প্রতিবাদী জনগণ, নির্মীয়মান ড্রেনের ইট খুলে ফেলে দিল রাস্তার পাশে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : এবার স্মার্ট সিটির কাজ রুখে দিল প্রতিবাদী জনগণ। দীর্ঘদিন ধরে ঠিকাদারের উপস্থিতিতে রাজধানীর ৭৯ টিলা এলাকায় চলছিল ড্রেন নির্মাণের কাজ। কিন্তু কাজ এতটাই নিম্নমানের হচ্ছে যে এবার বাড়ি থেকে বের হয়ে আমজনতাকে রুখে দাঁড়াতে বাধ্য হয়েছে।

নির্মীয়মান ড্রেন থেকে ইট খুলে রাস্তার পাশে ফেলে দেয়। তাদের অভিযোগ মাত্র দুই বস্তা সিমেন্ট দিয়ে ৭২ ফুট ভালাই দিয়েছেন ঠিকাদার বাবু এবং তার শ্রমিকরা। ২৪ ঘন্টার মধ্যেই ড্রেনের ইট খুলে যাচ্ছে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট এবং বালি দেওয়া হয়নি। যার কারণে ইট আঁকড়ে ধরে নেই। এতটা নিম্নমানের কাজ হলে কিছুদিনের মধ্যেই আবার রাস্তা ড্রেন নির্মাণ করতে হবে। ঠিকাদার সংস্থার এ ধরনের নিম্নমানের কাজ নিয়ে যখন এলাকাবাসী সরব হয়েছিল তখন কোন সদুত্তর দিতে পারেনি বলে জানান এলাকার অরূপ দাস। তিনি দাবি জানান বিষয়টি অবশ্যই সরকার যাতে গুরুত্ব দিয়ে দেখে। এবং এর পেছনে যে বড় অনিয়ম রয়েছে। দ্রুত যাতে তদন্ত করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হয়। জনগণের কোটি কোটি টাকার আত্মসাৎ করে ঠিকাদার সংস্থাগুলি এভাবে পকেট ভারি করছে। সরকারি কোষাগারের অর্থ তারা এভাবেই শেষ করছে বলে মনে করছে সাধারণ মানুষ। তবে ইতিবাচক ভূমিকা যদি সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ না করে তাহলে স্মার্ট সিটি কাজ সত্যিই কলঙ্কিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য