Saturday, July 26, 2025
বাড়িরাজ্যপরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা ছাত্রের

পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা ছাত্রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে নিজেকে শেষ করে দিল সুজয় মুন্ডা নামে এক শিক্ষার্থী। ঘটনা উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের বড়ভাগাইয়ের মুন্ডাবস্তি এলাকায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, সুজয় মুন্ডা বিদ্যারজ্যোতি প্রকল্পের অধীন খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

সুজয় মুন্ডা এই বছর সিবিএসসিতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে। গত সোমবার সিবিএসসি র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়। ফলাফল প্রকাশের পর জানতে পারে অকৃতকার্য হয়েছে। পরে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সুজয় মুন্ডা। সুজয় মণ্ডার মা-বাবা অনেক গালিগালাজ করে পরীক্ষায় অকৃতকার্য হওয়াতে। মঙ্গলবার থেকে খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। বুধবার সকালে বাবার সাথে সুজয় মণ্ডা বাড়ির পাশে রাবার বাগানে যায় কাজ করার জন্য। রাবার বাগানের মধ্যে পরিবারের সদস্যদের অলক্ষে রাবার গাছের মধ্যে ফাঁসিতে আত্মঘাতী হয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় খোয়াই থানায়। পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!