Tuesday, July 29, 2025
বাড়িরাজ্যপেট্রোল বোমা নিক্ষেপ করল দুষ্কৃতিরা

পেট্রোল বোমা নিক্ষেপ করল দুষ্কৃতিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা আমির হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিরা। আমির হোসেনের বসত ঘরের টিনের ছাউনি লক্ষ্য করে এই পেট্রোল বোম নিক্ষেপ করা হয়।

এতে করে আমির হোসেনের বসত ঘরের টিনের ছাউনির কিছুটা ক্ষতি হয়। বাড়ির গৃহিণী আমিনা বিবি জানান কিছুদিন পূর্বে ওনার মেয়ের নামে সোনামুড়া মহকুমার মেলাঘরের বাসিন্দা আবুল বসাক নামে এক যুবক বাজে কথা বলেছে। মঙ্গলবার দুপুরে তার প্রতিবাদ করেন আমিনা বিবি। তাই আমিনা বিবির সন্দেহ ওনার বসত ঘরে পেট্রোল বোম নিক্ষেপের সাথে জড়িত আবুল বসাক। তাকে সহযোগিতা করেছে কিশোরগঞ্জ এলাকার এক যুবক। আমিনা বিবি বুধবার কাঁকড়াবন থানায় মামলা দায়ের করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!