স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : বৃহস্পতিবার সামনে এসেছে ৫ রাজ্যের ভোটের ফলাফল। পাঞ্জাব ছাড়া সমস্ত রাজ্যে আবারো একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। তবে গোটা দেশের নজর ছিল উত্তর প্রদেশের দিকে। সেই উত্তর প্রদেশ এবার নতুন নজির তৈরি করল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে উত্তর প্রদেশের মসনদে ফের বসল বিজেপি। ব্যপক জন সমর্থন নিয়ে ফের উত্তর প্রদেশের রাজনীতিতে আসীন হলেন যোগী আদিত্য নাথের নেতৃত্বে গেরুয়া শিবির। মোদী ও যোগীর এই ম্যাজিক দেশের রাজনীতিতে নতুন বার্তা দিয়ে গেল। এছাড়া উত্তরাখন্ড, গোয়া ও মণিপুরেও বিজেপি ও তার সহযোগী দল গুলি ক্ষমতা দখল করল। চার রাজ্যের এই ফলাফলে উচ্ছসিত রাজ্য বিজেপি।
গোটা রাজ্য জুড়ে এদিন আন্দোৎসবে মেতে উঠল কার্যকরতা ও নেতৃত্বরা। এদিন বিকালে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে শুরু হয় বিজয় মিছিল। ৪ রাজ্যের বিজেপি-র কার্যকরতা , নেতৃত্ব ও গনদেবতাদের শুভেচ্ছা জানিয়ে এদিন শহর জুড়ে গেরুয়া ঝড় পরিলক্ষিত হয়। প্রদেশ বিজেপির কার্যালয়ের সামনে বাজি ফাটিয়ে, গেরুয়া আবির মাখিয়ে চলে আন্দোল্লাস। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দেন। বাদ্য যন্ত্রের তালে মেতে উঠেন কার্যকরতারা। প্রদেশ কার্যালয় থেকে মিছিল যত এগিয়েছে ততই বেড়েছে মিছিলে লোক সমাগম। এদিনের বিজয় মিছিলে অংশ নেন প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা, সহ- সভাপতি রাজীব ভট্টাচার্য , সহ- সভাপতি তথা বিধায়ক রেবতী মোহন দাস, অমিত রক্ষিত, রাজ্য সাধারন সম্পাদক টিঙ্কু রায় সহ সমস্ত মোর্চার কার্যকরতারা। এদিনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা জানান এই ফলাফল প্রত্যাশিত ছিল। এদিনের ফলাফলে মানুষ নিশ্চিত করেছে কংগ্রেসের স্থান কোথায় রয়েছে। প্রত্যেক রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। এই ফলাফলে ভাল সংখ্যক ভোট পেয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর সাধারন মানুষের জন্য যে কাজ করেছে তাতে মানুষ বিজেপি-র উপর আস্থা রেখেছে। এই ফলাফলে খুশী। আসন্ন নির্বাচনে কার্যকরতাদের এই উল্লাস ও উদ্দীপনাকে সঙ্গে বিজেপি সমস্ত আসনে রাজ্যে জয়ী হবেন বলে জানান প্রদেশ সভাপতি। রাজ্যের মানুষ বিজেপি-র সঙ্গে আছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিনের বিজয় মিছিলে মহিলা মোর্চার কার্যকরতাদের উপস্থিতি ছিল নজর কাড়া। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কাট আউট নিয়ে মিছিলে সামিল হয় কার্যকর্তারা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।