Saturday, July 27, 2024
বাড়িরাজ্যতোলাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে পূর্ব থানায় বিক্ষোভ...

তোলাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে পূর্ব থানায় বিক্ষোভ শ্রমিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : সংগঠনের নাম করে রাজধানীর মোটর স্ট্যান্ডের মতো এলাকা থেকে তোলাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হল এক ব্যক্তি। তাকে উত্তম মাধ্যম দিয়ে পূর্ব আগরতলা থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেয় অন্যান্য শ্রমিকরা। পরে পূর্ব আগরতলা থানায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলে তারা।

ঘটনার বিবরণে জানা যায় ইরিক্সা শ্রমিক সংঘের নাম ভারিয়ে বেশ কিছুদিন ধরে মোটস্ট্যান্ড এলাকায় দাদাগিরি চালিয়ে আসছে অরুপ বিশ্বাস নামে এক ইরিক্সা শ্রমিক। অভিযোগ এই অরুপ বিশ্বাস ইরিক্সা চালকদের কাছ থেকে সংগঠনের নাম ভারিয়ে চাঁদা তুলে আসছে। সুযোগ বুঝে ইরিক্সা শ্রমিকদের হুমকি দিয়ে সে চাঁদা সংগ্রহ করে নেয় নিজের মর্জি মাফিক। অবশেষে রবিবার মোটর স্ট্যান্ডের ইরিক্সা শ্রমিকরা একত্রিত হয়ে অভিযুক্ত অরুপ বিশ্বাসকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। ইরিক্সা শ্রমিক সংঘের এক নেতৃত্ব জানান এইদিন হাতেনাতে অরুপ বিশ্বাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য