স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : ত্রিপুরায় গেলে দেখবেন কেন জনবিরোধী তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে পরাস্ত করতে হবে এবং দিল্লিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে। রবিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনের ভোট প্রচারে গিয়ে সাহেবডাঙ্গা কমিউনিটি হলঘরে বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রেখে এই কথা বলেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন মন্ত্রী শর্বরি ও সালতোর অঞ্চলের বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে তিনি আহবান করেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করা হয়। আরো বলেন ত্রিপুরার মতো উন্নয়ন তাহলেই সম্ভব হবে। ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গের ভাষাগত ও কৃষ্টি সংস্কৃতি সব দিক থেকে মিল রয়েছে। রাজ্য ছোট হলেও উন্নয়নের জোয়ার চলছে ত্রিপুরায়। এমনটাই দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আয়োজিত বৈঠকে এদিন মনোনীত প্রার্থী ডাক্তার সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।