Saturday, January 18, 2025
বাড়িরাজ্যপরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় আত্মঘাতী ছাত্রী

পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় আত্মঘাতী ছাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মে : পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করল ১৬ বছর বয়সী এক নাবালিকা। ঘটনা মান্দাই থানার অন্তর্গত বোরাখা এলাকায়। মৃত নাবালিকার নাম অনিষা দেববর্মা।

 সে সেন্ট পল স্কুলের ছাত্রী ছিল। এই বছর সে মাধ্যমিক পরীক্ষায় বসে। মৃত নাবালিকার মা-বাবার বক্তব্য সোমবার পরীক্ষার ফল প্রকাশিত হয়। দেখা যায় পরীক্ষায় নাম্বার কম পেয়েছে অনিষা। কম নাম্বার পাওয়ার ফলে সে মানসিক ভাবে ভেঙ্গে পরে। বৃহস্পতিবার সকালেও বাড়িতে সবকিছু ঠিকঠাক ছিল। অনিষার মা-বাবা বাগানে কাজ করতে যায়। বাগান থেকে ফিরে এসে দেখতে পায় অনিষা ঘরের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলছে। সাথে সাথে মা-বাবা মিলে অনিষাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনিষাকে মৃত বলে ঘোষণা করে দেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য