Wednesday, May 29, 2024
বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত ২

দুর্ঘটনায় আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মে : বৃহস্পতিবার সন্ধ্যায় রাধাকিশোরপুর থানাধীন গকুলপুর ডন বস্কু স্কুলের সামনে আগরতলা – সাব্রুম জাতীয় সড়কে ঘটে ভয়াবহ বাইক দুর্ঘটনা। জানা যায়, এদিন টি আর ০৩ জে ৮৬৪৬ নাম্বারের একটি পালসার বাইক দ্রুত গতিতে যাবার সময় অপরদিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সাথে সংঘর্ষ হয়।

এতে আহত হয় দুজন। দুজনে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়লে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে নিয়ে যায় রাধাকিশোরপুর থানায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য