Friday, May 31, 2024
বাড়িরাজ্যপুকুর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত জল ঘিরে আতঙ্ক

পুকুর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত জল ঘিরে আতঙ্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : ও.এন.জি.সি -র তৈরি পুকুর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত জল। প‌রি‌বেশ বিনষ্ট হবার আশঙ্কা স্থানীয়‌দের ম‌ধ্যে। এবং মৃত্যু হতে পারে গবাদি পশুর। জানা যায়, উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা অন্তর্গত উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় ওএনজিসি দপ্তরের তৈরি করা পুকু‌রে উন্নত মানের পলিথিন দিয়ে মোড়া কস্টিক সোডা এবং ড্রিলিং পাউডার মিশিয়ে রাখা আছে।

 যা বিভাগীয় ভা‌বে বি‌ভিন্ন কা‌জে লাগা‌নো হয়।এসব কে‌মিক‌্যল মাটিতে পড়লে মাটির ক্ষতি হয় ও ঘাস জ‌্বলে যায়। ফ‌লে এসব কে‌মিক‌্যল নি‌য়ে মানু‌ষের ম‌ধ্যে প্রথম থে‌কেই র‌য়ে‌ছে আতঙ্ক। এ‌দি‌কে গত দি‌নের ভা‌রি বৃষ্টিপা‌তের ফ‌লে উ‌ল্লে‌খিত পুকুরটি থেকে বিষাক্ত জল বেরিয়ে গ্রা‌মের বি‌ভিন্ন নালা নর্দমা খে‌তের জ‌মি‌ হ‌য়ে লা‌গোয়া কাকরা নদী‌তে প‌তিত হ‌চ্ছে। এ‌নি‌য়ে গ্রামবাসীদের অভিযোগ ‌বিষাক্ত জলের কারণে দুর্গন্ধ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে এলাকায়। এসব জ‌লে ডোবা জ‌মির ঘাস খে‌য়ে অসুস্থ হ‌য়ে পড়‌ছে গবাদি পশুও। মড়ক ধ‌রে‌ছে শাক সব‌জি‌তেও। এর আ‌গে এই পুকু‌রের বিষাক্ত জল নি‌য়ে স্থানীয়রা অ‌ভি‌যোগ জানা‌লে বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ পু‌লি‌শি তদন্ত হ‌য়ে গে‌লেও নিটফল শূণ‌্য। স্থানীয়রা বিধায়ক ও বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য