Sunday, September 8, 2024
বাড়িরাজ্যরবীন্দ্র জয়ন্তী উপলক্ষে চলছে প্রস্তুতি

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে চলছে প্রস্তুতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর। বুধবার বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী। রাজধানীর রবীন্দ্র কাননে দিনটি নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হবে সরকারি ভাবে। ইতিমধ্যে জোর কদমে চলছে প্রস্তুতি। মঞ্চ তৈরি থেকে শুরু করে সবকিছু সাজিয়ে তোলা হচ্ছে।

 তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। মঙ্গলবার যাবতীয় প্রস্তুতির কাজ সরজমিনে ঘুরে দেখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। প্রস্তুতি খতিয়ে দেখার পর দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান বুধবার সকাল সাড়ে ৬ টায় রবীন্দ্র কাননে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী পালন করা হবে। সেখানে শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন করবে। পাশাপাশি বিকাল ৬ টায় রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য