Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসরকারের কাছে কর্মসংস্থানের দাবি যুব কংগ্রেসের

সরকারের কাছে কর্মসংস্থানের দাবি যুব কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : রাজ্যের বর্তমান সরকার একটা বেকার বিরোধী সরকার। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ত্রিপুরা রাজ্যে বিগত ৭ বছর ধরে ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ। ২০১৬-১৭ সালে সর্বশেষ ২৯৮ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল।

২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ২০২৩ সালে ৪ টি শূন্য পদ পূরণের জন্য ত্রিপুরা ইঞ্জিনিয়ার সার্ভিসেস পরীক্ষা নেয়। এই পরীক্ষায় বেশকিছু নতুন বিধি নিষেধ সংযুক্ত করা হয়। লিখিত পরীক্ষা নেওয়ার পর বেকার ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে দাবি করা হয় পরীক্ষার প্রশ্নপত্রে ভুল রয়েছে। এমনকি প্রকাশিত উত্তরপত্রে একাধিক ভুল রয়েছে। এই নিয়ে উচ্চ আদালতে মামলা হয়। ২ মে উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য