Monday, February 10, 2025
বাড়িরাজ্যদেশের প্রধানমন্ত্রী দেশের ভাগ্য নির্ধারণ করেন : মুখ্যমন্ত্রী

দেশের প্রধানমন্ত্রী দেশের ভাগ্য নির্ধারণ করেন : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : অনেকে রয়েছে রাজনীতিতে আসতে চায় না। কিন্তু দেশ যারা পরিচালন করে যারা তারা রাজনীতি থেকে আসে। তারাই দেশের ভাগ্য নির্ধারণ করে। দেশের প্রধানমন্ত্রী দেশের ভাগ্য নির্ধারণ করেন। তাই ছাত্র-ছাত্রীদের রাজনীতির প্রতি ধ্যান রাখার প্রয়োজন। বুধবার বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এইদিন এই মেগা রক্তদান শিবিরের সূচনা করেন। জীবন মানুষকে অনেক কিছু শিখায়।

যে যতটা কাজ করে ততটা শিখে। শিখার কোন বয়স নেই। শিখার মানসিকতা থাকলেই শিখা যায়। যদি কোন ব্যক্তি মনে করে তার সামনে দাড়িয়ে থাকা ব্যক্তির থেকে সে নিজে বেশি জানে, তবে সেইদিন থেকে সেই ব্যক্তির পতন শুরু হয়ে যায়। সকল ব্যক্তির মধ্যে বিশেষ কিছু রয়েছে। কোন ব্যক্তি খারাপ হয় না। খারাপ হয় কোন ব্যক্তির চিন্তা ভাবনা ও কাজের পদ্ধতি। মুখ্যমন্ত্রী আরও বলেন দেশের প্রধানমন্ত্রী কি কাজ করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য কি কাজ করছেন তার প্রতি ধ্যান রাখতে হবে।

 সরকারী চাকুরির ক্ষেত্রে দেখা গেছে মহিলাদের সংখ্যা কম রয়েছে। তাই সরকারী চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন সংরক্ষণ ব্যবস্থা চালুর ক্ষেত্রে স্পষ্ট বলা হয়েছে কোন শূন্যপদ থাকতে পারবে না। শূন্যপদ থাকলে কাজ করার ক্ষেত্রে সমস্যা হবে। তাই সংরক্ষিত শূন্যপদের জন্য মহিলা প্রার্থী পাওয়া না গেলে, সেইক্ষেত্রে পুরুষ প্রার্থী নেওয়া হবে। পূর্বতন সরকারের সময় মহিলাদের নিয়ে সর্বদা মিছিল করতো নারি সমিতি। বর্তমানে মহিলারা আর মিছিল করে না। স্ব-সহায়ক দলের মাধ্যমে বর্তমানে মহিলারা রোজগার করছে। তাই মহিলারা বর্তমানে স্ব-সহায়ক দলের সাথে যুক্ত হচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য, স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। এইদিন মুখ্যমন্ত্রী আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের সাথেও মত বিনিময় করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য