Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : পাঁচ দিন যাবত বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা সঠিকভাবে না পেয়ে করবুক মহকুমার দাস পাড়ার এলাকাবাসীরা বৈরাগী দোকান পথ এলাকা অবরোধ করে। পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন চলাচল। তাদের অভিযোগ বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে প্রদান করার জন্য বহুবার বিদ্যুৎ কর্মীদের কাছে দাবি জানানো হয়েছে।

কিন্তু তারা বিদ্যুৎ সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। দীর্ঘ পাঁচ দিন ধরে এলাকাবাসী বিদ্যুৎ পরিষেবা না পেয়ে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো বিদ্যুৎ সমস্যার কারণে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পানীয় জল মিলছে না বলে অভিযোগ। এদিকে এক গাড়ি চালক জানান, দুই ঘন্টা ধরে পথ অবরোধ চলছে। ফলে নতুনবাজার সাপ্তাহিক হাট বাজারে যেতে পারছে না। অন্যদিকে এই পথ অবরোধের খবর পেয়ে নতুনবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পথ অবরোধকারীদের সাথে কথা বলেও অবরোধকারীরা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সচিন্ড দেববর্মার সাথে কথা বলবে বলে জানান। তারপর আশ্বাস পেয়ে এলাকাবাসী দীর্ঘ তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য