Friday, January 3, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনার কবলে পড়লো স্কুল ভ্যান

দুর্ঘটনার কবলে পড়লো স্কুল ভ্যান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : ছাত্রের দুষ্টুমিতে দুর্ঘটনার কবলে পড়লো এক স্কুল ভ্যান। ঘটনায় আহত হয় প্রায় ৬ থেকে ৭ জন ছাত্রছাত্রী সহ গাড়ি চালক। প্রতিদিনের মতোই শুক্রবার স্কুল ভ্যানে করে ছাত্র-ছাত্রীদের নিয়ে কিডজি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গাড়ি চালক।

 কিন্তু গাড়ি চালক পশ্চিম দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় আসতেই এক ছাত্রের প্রাকৃতিক কাজ করানোর জন্য গাড়ি থেকে নামায় গাড়ি চালক। তখন এক ছাত্র গাড়িতে স্টার্ট করে এক্সেলেটরের মধ্যে হাত দিতে গাড়িটি নিয়ন্ত্রণহীন হয়ে রাস্তার পাশে জমিতে গিয়ে পড়ে।

সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে গাড়ি চালক সহ ছাত্র-ছাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। আহতদের নিয়ে যাওয়া হয় উত্তর জেলা হাসপাতালে। গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল ছাত্রের দুষ্টামির কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করছে স্থানীয়রা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য