Tuesday, November 12, 2024
বাড়িরাজ্যপরপুরুষের হাত ধরে পালিয়ে গেল গৃহবধূ

পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : পর পুরুষের হাত ধরে আবারো ও পালিয়ে গেল এক গৃহবধু। ঘটনা মেলাঘর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড মুরাপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পাঁচ বছর আগে মেলাঘর থানাধীন তেল কাঁজলা গ্রাম পঞ্চায়েতের মুড়াপাড়া ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুনাব আলীর ছেলে জসীম উদ্দীনের সঙ্গে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে হয় কাকড়াবন  ব্লক এলাকার প্যারা মিয়ার মেয়ে পূর্ণিমা বেগমের।

 বিয়ের তিন বছর পর্যন্ত তাদের সংসার ভালো থাকলেও, দুই বছর ধরে জসীম উদ্দীনের স্ত্রী পূর্ণিমা বেগম তেল কাজলার পার্শ্ববর্তী গ্রাম কলম ক্ষেত বড় পাথরের জুনু মিয়ার ছেলে সোহেল হোসেনের সঙ্গে পরকিয়া লিপ্ত হয়ে পড়েন। অবশেষে ২৯ এপ্রিল পূর্ণিমা বেগম তার বাপের বাড়ি থেকে সোহেল হোসেনের সাথে পালিয়ে যায়। জানা গেছে সোহেল একজন বিবাহিতা, তার একটি পুত্র সন্তান রয়েছে। এ বিষয়ে মেলাঘর থানা পূর্ণিমার স্বামী জসিম উদ্দিন লিখিতভাবে মামলা করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য