Sunday, September 8, 2024
বাড়িরাজ্যজিবি হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

জিবি হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হচ্ছে। মানুষ যাতে দ্রুত পরিষেবা পেতে পারে তার জন্য অবিলম্বে কাজ সমাপ্ত করার জন্য সরজমিনে খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হন। মুখ্যমন্ত্রী পরিদর্শনের পর জানান ১৮০ কোটি টাকার সুপার স্পেশালিটি হাসপাতাল করার যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, সেই কাজের অগ্রগতি সম্পর্কে তিনি অবগত হয়েছেন।

 নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। এই প্রজেক্টে মাধ্যমে সাতটি আউট ডোর করা হবে। পাশাপাশি নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে রোগী কল্যাণ সমিতির ফার্মেসি ঘুরে দেখেন। বিভিন্ন সময় এ ফার্মাসি বিরুদ্ধে রোগীরা অভিযোগ তুলেন। এছাড়াও বায়ো মেডিকেল যে সমস্যাটি রয়েছে সেটাও দ্রুত নিষ্পত্তি কথা বলা হয়েছে। বায়ো মেডিকেলে মেশিনগুলি নষ্ট হওয়ার পেছনে মূলত কারণ হলো জলে অস্বাভাবিকভাবে আয়রন থাকে। এই আয়রন দ্বারা মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে। এর টেকনিক্যাল বিষয় নিয়ে কথা হয়েছে। পৃথক প্ল্যান বসানো যায় কিনা সে বিষয়েও কথা বলা হবে। সব মিলিয়ে অতিসত্বর সুপার স্পেশালিটি হসপিটাল করা হবে বলে জানান তিনি। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, শালবাগান এলাকার যে গুলিকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে তার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কাজ করছে। এ ধরনের ঘটনার জন্য কোনভাবেই ছাড় দেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় তা সরকার দেখবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জিবি হাসপাতালের এম এস শঙ্কর চক্রবর্তী সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য