Thursday, May 29, 2025
বাড়িরাজ্যঅঙ্গ দানে এগিয়ে আসতেও ছাত্রছাত্রীদের প্রতি রাজ্যপালের আহ্বান

অঙ্গ দানে এগিয়ে আসতেও ছাত্রছাত্রীদের প্রতি রাজ্যপালের আহ্বান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : এমবিবি বিশ্ববিদ্যালয়ের একাডেমী ব্লকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় এন এস এস ইউনিট এবং রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শিবিরের উদ্বোধন করে বক্তব্য রেখে রাজ্যপাল বলেন, ত্রিপুরা থেকে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী ইউপিএসসি পরীক্ষায় বসছে।

 এধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন। তিনি বলেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ দানে এগিয়ে আসতেও ছাত্রছাত্রীদের প্রতি রাজ্যপাল আহ্বান জানান। রাজ্যপাল মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যদেও পোদ্দার। অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পঠনপাঠনের বিষয়ে রাজ্যপালকে অবহিত করেন। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ড. সুমন্ত চক্রবর্তী। পরে রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন রাজ্যপাল।   

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!