স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : রাতের আঁধারে এক হত দরিদ্র কৃষকের ঝিঙে ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতীকারীরা। মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার যুবরাজ নগর গ্রামে। যুবরাজ নগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা হত দরিদ্র কৃষক মোহম্মদ গিয়াস উদ্দিন।
এই মরশুমে তিনি আধা কানি জায়গায় ঝিঙ্গে ক্ষেত করেন। মোহম্মদ গিয়াস উদ্দিন অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ঝিঙ্গে ক্ষেতে যান। ঝিঙ্গে ক্ষেতে গিয়ে তিনি লক্ষ্য করেন রাতের আঁধারে দুষ্কৃতিরা ওনার ঝিঙ্গে ক্ষেত নষ্ট করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোহম্মদ গিয়াস উদ্দিন জানান ওনার ঝিঙ্গে ক্ষেত নষ্ট করার পাশাপাশি ওনার ঝিঙ্গে ক্ষেতের পাশে রাখা ওনার কাকাতো ভাইয়ের একটি পাওয়ার টিলারও নষ্ট করে দিয়ে গেছে দুষ্কৃতিরা। ধর্মনগর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।