Saturday, July 27, 2024
বাড়িরাজ্যঅনুষ্ঠিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরিক্ষা

অনুষ্ঠিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরিক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : অনুষ্ঠিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পিসিবি ও পিসিএম দুইটি গ্রুপে এইদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমগ্র রাজ্যে মোট ১৭ টি সেন্টারে অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডঃ রাজা চক্রবর্তী এইদিন আগরতলা শহরের বেশ কয়েকটি পরীক্ষা সেন্টার ঘুরে দেখেন।

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডঃ রাজা চক্রবর্তী জানান এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য প্রায় ৬ হাজার পরীক্ষার্থী আবেদন করেছিল। সমগ্র রাজ্যের ১৭ টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে আগরতলা শহরে রয়েছে ১১ টি সেন্টার। বাকি সেন্টার গুলি রয়েছে বিভিন্ন জেলায়। তিনি আরও জানান এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা গ্রহণে কিছুটা বিলম্ব হলেও ফলাফল মে মাসের শেষের দিকে প্রকাশ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য