Saturday, July 27, 2024
বাড়িরাজ্যএন এস এস শাখার পক্ষ থেকে জলছত্রের আয়োজন

এন এস এস শাখার পক্ষ থেকে জলছত্রের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : বৃহস্পতিবার বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের এন এস এস শাখার পক্ষ থেকে এক জলছত্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, অস্বাভাবিক দাবদাহের কারণে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য এন এস এস শাখার পক্ষ থেকে এই জলছত্রের আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

জলছত্র আয়োজনের ফলে পথচারীদের স্বস্তি মিলছে। এদিকে বৃহস্পতিবার নাগেরজলা মোটর স্ট্যান্ডে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে পথ চলতি সাধারন মানুষ ও যান শ্রমিকদের মধ্যে তরমুজ ও ঠাণ্ডা পানীয় বিতরণ করা হয়। এইদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপি দল অন্যান্য রাজনৈতিক দলের থেকে পৃথক। যুব মোর্চার সব সময় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে না। তাই এই গরমের মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দিতে যুব মোর্চার উদ্যোগে তরমুজ ও ঠাণ্ডা পানীয় বিতরণ করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য