Monday, January 20, 2025
বাড়িবিনোদনখুন করেছে পুলিশ! সলমনের বাড়িতে গুলিবর্ষণে অভিযুক্ত অনুজের আত্মহত্যা মানতে নারাজ পরিবার

খুন করেছে পুলিশ! সলমনের বাড়িতে গুলিবর্ষণে অভিযুক্ত অনুজের আত্মহত্যা মানতে নারাজ পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক।  ২ মে : বুধবার পুলিশি হেফাজতেই আত্মঘাতি সলমনের বাড়ি ‘গ্যালাক্সি’তে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত অনুজ থাপান। অভিযুক্ত কারাগারের মধ্যেই আত্মহত্যা করেছেন বলে খবর। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তবে অনুজের এই মৃত্যুকে আত্মহনন হিসেবে মানতে নারাজ তাঁর পরিবার। অনুজের ভাই ”পুলিশ অনুজকে খুন করেছে। কারণ আমার ভাই এতটাও দুর্বল চিত্তের মানুষ নয় যে, আত্মহত্য়া করবে। আমরা এর বিচার চাই।” এমনকী, সলমন খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় অনুজের যোগ রয়েছে, তাও মানতে নারাজ তাঁর পরিবার।

গত ১৪ এপ্রিল কাকভোরে সলমন খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে হামলা চালায় দুই ব্যক্তি। বিষ্ণোই গ্যাংয়ের তরফে সেই হামলার দায় স্বীকার করেছে। তারপর জল গড়িয়ে বহুদূর। নিত্যদিন একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। পাঞ্জাব থেকে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হয় অনুজ ও সুভাষ। এরা শ্যুটারদের বন্দুক জোগান দিয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, দুজনেরই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল।

প্রসঙ্গত, সলমনের বাংলোয় হামলার ঘটনার পরই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে খোদ। শুধু তাই নয়! ভাইজানকে খুনের হুমকি দেওয়া বিষ্ণোই গ্যাংকেও খতম করার কথা ঘোষণা করেন তিনি। তারপর থেকেই সংশ্লিষ্ট মামলায় আদা জল খেয়ে মাঠে নেমেছে মুম্বই পুলিশ। তবে সলমন কিন্তু ‘বেফিকর’। বুক ফুলিয়ে কাজে যাচ্ছেন সর্বত্র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য