Wednesday, May 29, 2024
বাড়িরাজ্যদুর্ঘটনাগ্রস্ত বাইক থেকে উদ্ধার গাঁজা

দুর্ঘটনাগ্রস্ত বাইক থেকে উদ্ধার গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : বিলোনীয়া থানার অন্তগত বড়টিলা এলাকায় একটি বাইক দ্রুতগতিতে এসে এক পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাইক সহ পথচারীরা গুরুতর আহত হয়। জানা গেছে অমল মজুমদার সহযোগী সুব্রত দেবনাথকে সঙ্গে নিয়ে মনাইপাথর থেকে ১০ কেজি গাঁজা নিয়ে বাইকে করে বিলোনীয়া আসছিল।

 তখনই এই দুর্ঘটনা ঘটে। আহত পথচারির নাম শুভঙ্কর পাল বলে জানা গেছে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় মানুষ ছুটে গিয়ে  আহতদের উদ্ধার করতে গেলে দেখে বাইকে গাঁজা। ঘটনার খবর দেওয়া হয় বিলোনীয়া থানায়। পরে বিলোনীয়া দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত তিনজনকে বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসে। পরে বিলোনীয়া  হাসপাতালে গিয়ে বিলোনীয়া থানার পুলিশ গাজা গুলি উদ্ধার করে আনে। জানা গেছে বাইকটির মধ্যে ১০ কেজি গাঁজা ছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য