স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : আবারো দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হলো মন্দির নগরীতে। অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত রাকেশ দেবনাথ দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের পেছনের দিক ভাঙা। দোকানের প্রবেশ করে দেখে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে।
পরবর্তী সময়ে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা খবর পেয়ে রাকেশ দেবনাথের দোকানে ছুটে আসে। এরপর দোকানের মালিক রাকেশ দেবনাথ জানায় তিনি দীর্ঘ দিন ধরে উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত এলাকায় ব্যবসা করে আসছে। বুধবারও অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখে চোরের দল দোকানে প্রবেশ করে নগদ দশ হাজার টাকা, একটি মোবাইল ফোন সহ দোকানের বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ সিগারেট, কোল্ড ড্রিঙ্কস সহ বহু সামগ্রী নিয়ে গেছে চোরের দল। তিনি আরো জানান এই রমেশ চৌমুহনীতে রাতে পুলিশ পাহারা থাকা অবস্থায় কি করে তার দোকানে চুরি হয়েছে? এ বিষয়ে রাধা কিশোর পুর থানা একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান দোকানের মালিক রাকেশ দেবনাথ।