স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক মহিলা। নাম রত্নী সাহা। বয়স ৫৫ বছর। ঘটনা উদয়পুর ৮ নং জাতীয় সড়কের হাউসিং বোর্ড সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, TR 03 F 1787 নম্বরে একটি ট্রিপার গাড়ি এসে মহিলাকে ধাক্কা দিয়ে রক্তাক্ত করে। সাথে সাথে স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে দমকল কর্মীদের খবর দেয়।
দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে আহত মহিলা। এদিকে ঘটনার পর পালিয়ে যায় গাড়ি চালক। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে।