Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর পত্র মূল্যায়নের কাজ শুরু

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর পত্র মূল্যায়নের কাজ শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : বুধবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর পত্র মূল্যায়নের কাজ। মাধ্যমিক পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করা হচ্ছে চারটি স্কুলে। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করা হচ্ছে দুটি স্কুলে।

 এইদিন উত্তর পত্র মূল্যায়নের কাজ সরজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী। উত্তর পত্র মূল্যায়নের কাজ সরজমিনে ঘুরে দেখার পর তিনি জানান মাধ্যমিক পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করা হচ্ছে কামিনী কুমার স্মৃতি স্কুল, বোধজং বালিকা বিদ্যালয়, বিজয় কুমার বালিকা বিদ্যালয় ও বানী বিদ্যাপিঠ স্কুলে। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করা হচ্ছে নেতাজি স্কুল ও বড়দোয়ালি স্কুলে। উত্তর পত্র মূল্যায়নের কাজ ২৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। উত্তর পত্র মূল্যায়নের ১০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তিনি আশা ব্যক্ত করেন জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য