স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : ডি ডব্লিউ এস দপ্তরের খামখেয়ালির কারনে পাঁচ দিন ধরে জলের পাম্প মেশিন নষ্ট, গ্রামবাসী জীবন বাঁচাতে পুকুরের নোংরা জল পান করতে বাধ্য হচ্ছে। জানা গেছে সোনামুড়া মহাকুমার অন্তর্গত কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের খাদ্যাখলা এলাকায় মানুষের জন্য একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয়, কিন্তু গত পাঁচ দিন ধরে এই পাম্প মেশিনটি নষ্ট হয়ে আছে।
যার ফলে পানীয় জলের জন্য এলাকার মানুষ একাধিকবার সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের জানালেও তারা পাম্প মেশিনটি সারাই করার কোন উদ্যোগ গ্রহণ করেনি যার ফলে এলাকার মানুষ পাম্প মেশিন থেকে জল না পাওয়ায় তাদের জীবন বাঁচাতে পুকুরের নোংরা জল পান করতে শুরু করেছে। মঙ্গলবার সকালে যখন পুনরায় স্থানীয়দের পক্ষ থেকে ডি ডব্লিও এস দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানায় তখন তারা এই পাম্প মেশিনটি সংস্কার করতে পারবে না বলে জানিয়ে দেয় বলে অভিযোগ। তবে ডি ডব্লিউ এস দপ্তরের এই ধরনের উদাসীন ভূমিকায় ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দাবি জানিয়েছেন যে কোনো মুহূর্তেই হোক তাদের এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি সারাই করে যেন পুনরায় এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়।