স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ে ফের থাবা বসালো চোরের দল। নির্বাচনের প্রাক মূহুর্তে তেলিয়ামুড়া থানার সন্নিকটে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে সোমবার রাতে হাত সাফাই করল চোরের দল।
ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-২ এর স্টোর রুমে সোমবার রাতে হানা দিয়ে চোরেরা বিদ্যুৎ পরিবাহী লাইন সারাই-এর বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রত্যক্ষ করে দপ্তরের কর্মীরা। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-২ এর ম্যানেজার অনিরুদ্ধ দাস জানান সোমবার রাতে নৈশকালিন ডিউটিতে যে সকল কর্মী ছিল, তারা ভোর ৩ টা পর্যন্ত অফিসে ছিলেন। তারপরই চুরির ঘটনা সংগঠিত করেছে চোরেরা।