স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল : সাত রামনগর বিধানসভা নির্বাচনের আগের দিন রাতে রহস্যজনকভাবে আগুনে পুড়ল ২২ টি দোকান। ঘটনাটি সংঘটিত হয়েছিল দুর্গা চৌমুহনি বাজার সংলগ্ন ৯ নং রোড এলাকায়। একজন পুলিশ কর্মী নাকা পয়েন্টে দায়িত্ব পালন করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। তিনি দমকল কর্মীদের কবর দেওয়ার পর ৭ থেকে ৮ টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের। পরের দিন নির্বাচনী ব্যস্ততার কারণে প্রশাসনিক কোন কর্মী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেননি। রবিবার সকালে পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর মহকুমা শাসক সহ প্রশাসনিক দল।
তাঁরা এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে। পরে সংবাদ মাধ্যমে কর্মীদের মুখোমুখি হয়ে বলেন, ১৮ এপ্রিল রাত আনুমানিক দেড়টার নাগাদ ভয়াবহ অগ্নিকান্ডে ২২ টি দোকান আগুনে পুড়ে যায়। আজকে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলা হয়। আপাতত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে অন্য কোন স্থানে ব্যবসা করতে পারে তার জন্য ব্যবস্থা করা হবে। আগামী দিনে ব্যবসায়ীদের জন্য এই স্থানে মার্কেট করে স্থায়ী ব্যবস্থা করা যায় কিনা সেদিকে চিন্তাভাবনা করা হবে। পাশাপাশি প্রশাসনিক নিয়ম মেনে তাদের কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বস্ত করেছেন মেয়র দীপক মজুমদার।