Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যপ্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী

প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল : প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী। রবিবার সকালে রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ন নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়ানে শোকের ছায়া নেমে আসে সংবাদ কর্মীদের মধ্যে। পরবর্তী সময় মৃতদেহ তাঁর বাসভবন থেকে নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে।

 সেখানে স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য সদস্যরা শ্রদ্ধা জানান। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা শ্মশানের উদ্দেশ্যে।

প্রয়াত সাংবাদিক দুলাল চক্রবর্তী সরকারি চাকরি ছেড়ে সংবাদ মাধ্যমে এসে যোগদান করেছিলেন। সমাজের ন্যায় নিয়ে তিনি সর্বদা কথা বলতেন। দিনের অধিকাংশ সময় তিনি দায়িত্ব পালন করতে ব্যস্ত থাকতেন। আগরতলা প্রেস ক্লাবের সমস্ত সংবাদ কর্মীরা ওনাকে দুলাল দা বলে জানতেন। কারণ সংবাদমাধ্যমে তিনি অন্যতম পরিচিত একটি মুখ ছিলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সংবাদ মাধ্যমের একনিষ্ঠ কর্মী ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য