Sunday, September 8, 2024
বাড়িরাজ্যস্ট্রং রুমে বন্দী গণদেবতা রায়

স্ট্রং রুমে বন্দী গণদেবতা রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : শুক্রবার সাঙ্গ হল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব। শুক্রবার নির্ধারিত সময়ের পরেও একাধিক ভোট কেন্দ্রে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিম ত্রিপুরা আসনে গড়ে ভোট পড়েছে ৮১.৫২ শতাংশ। অপরদিকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে ৭১.২১ শতাংশ।

পশ্চিম আসনের গণদেবতাদের রায় বন্ধি ইভিএম মেসিন গুলি শুক্রবার রাতেই পৃথক পৃথক ৭ টি স্থানে স্ট্রং রুমে জমা দেয়। স্ট্রং রুমে বর্তমানে গণদেবতাদের রায় বন্ধি ইভিএম মেসিন গুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। রাজধানীর উমাকান্ত একাডেমীর স্ট্রং রুমে সর্বাধিক ১৪ টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেসিন রাখা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শুক্রবার রাতেই স্ট্রং রুম গুলি সিল করে দেওয়া হয়েছে। বর্তমানে স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। এছাড়াও রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা। ৪ জুন অনুষ্ঠিত হবে ভোট গণনা। সেই দিনই জানা যাবে গণদেবতারা কার পক্ষে রায় দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য