Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যপুলিং এজেন্ট দিতে বাধা বিজেপির, অভিযোগ প্রার্থীর

পুলিং এজেন্ট দিতে বাধা বিজেপির, অভিযোগ প্রার্থীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : ভোটের দিন সকাল থেকে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট দিতে বাধা দেয় শাসক দল বিজেপি বলে অভিযোগ সিপিআইএম প্রার্থী রতন দাসের।

 তিনি জানান সকালবেলা বিভিন্ন বুথে গিয়ে লক্ষ্য করেছেন পুলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। মোট ২৬ টি বুথে গিয়ে প্রত্যক্ষ করেছেন ২৫টি বুথ এজেন্টকেই বের করে দেওয়া হয়েছে। এমনকি ৮০ বছরের বৃদ্ধাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রিসাইডিং অফিসারকে বলা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। সেদিন সকাল বেলা ভোটকেন্দ্রগুলি পরিদর্শনে বের হয়ে রতন দাস অত্যন্ত হতাশ হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য