Sunday, September 8, 2024
বাড়িরাজ্যমহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে গিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী

মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে গিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : শুক্রবার সকালের বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভোট উৎসব শুরু হয়। প্রথম দফায় দেশের ১৭ টি রাজ্যের মধ্যে ত্রিপুরার পশ্চিম আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই উৎসবের মেজাজে হয় ভোট গ্রহণ পর্ব।

 ভোট গ্রহণ পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে গিয়ে ভোট দেন। তারপর মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আজ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবের প্রথম পর্বের ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকলে ভোট দেবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান সকলে যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য সকল  রাজ্যবাসীর কাছে আহ্বান। বিরোধী দলের প্রার্থী আশীষ কুমার সাহার পুলিং এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রী নাকচ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এমন পরিস্থিতি বলে উনার মনে হচ্ছে না। আর যদি এরকম হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানান মুখ্যমন্ত্রী। সুতরাং এ ধরনের অভাবনীয় ঘটনার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী শ্রী সাহা। এবং সবটাই নির্বাচন কমিশন খতিয়ে দেখবে বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এদিন মুখ্যমন্ত্রী ভোট দিতে গিয়ে অত্যন্ত খুশি ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য