স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : অগ্নিকান্ডে পুড়ে ছাই বসত ঘর। ঘটনা বুধবার সকালে খোয়াই মধ্যগণকি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় সুধাংশু দেবনাথের বসত ঘরে আচমকা আগুন দেখতে পায় প্রতিবেশীরা।
জানা যায় দমকল কর্মীদের খবর দেওয়া হলেও তারা এসে রাস্তার প্রস্হ কম হওয়ায় সঠিক সময়ের মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও অগ্নিকান্ডে দিনমজুর সুধাংশু দেবনাথের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় এই বসত ঘরে কেউ ছিলো না বলে জানা গেছে। ধারণা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।