স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : ১৭ ও ১৮ এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। যারা পি ডব্লিউ ডি ভোটার রয়েছেন এবং ৮৫ উর্ধ্বে ভোটার তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট নেওয়া হয়।
ধর্মনগরেও এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে দেখা যাচ্ছে ভোট কর্মীদের। এ আর ও শ্যাম জয় জমাতিয়া জানান বুধবার সকাল ৯ টা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। এখান থেকে ৫৪ কুর্তি কদমতলা, ৫৫ বাগবাসা, ৫৬ ধর্মনগর এবং ৫৭ যুবরাজ নগরে ভোট গ্রহণ চলছে। সাতটি দলে বিভক্ত হয়ে কাজ চলছে।
প্রতিটি দলে দুইজন পোলিং স্টাফ, একজন মাইক্রোও অবজারভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি, সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার রাখা হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। বিকাল ৫ টার পর এসে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে। এদিন ৫৬ বিধানসভা কেন্দ্রের স্বর্ণময়ী লেনের কুলীন কুমার নাথ জানান, এই সিদ্ধান্তের ফলে তার মা প্রবাসিনী নাথ ৯৪ বছর বয়সে বাড়িতে বসে ভোট দিতে পেরেছে।