Wednesday, May 29, 2024
বাড়িরাজ্যদুর্গা বাড়িতে নবমী পূজায় অংশ নিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

দুর্গা বাড়িতে নবমী পূজায় অংশ নিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : বুধবার বাসন্তী পূজার নবমী তিথি। সকাল থেকেই ব্যাপক জাঁকজমক ভাবে আগরতলা দুর্গা বাড়িতে নবমী পূজা হয়। ব্যাপক ভক্ত সমাগমের মধ্যে দিয়ে দুর্গা বাড়িতে নবমীর পূজা শুরু হয়।

শত শত ভক্তের মাঝে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি দুর্গা বাড়িতে গিয়ে মায়ের প্রতি রাজ্যের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কামনা করেছেন বলে জানান। তিনি আরো বলেন মা একমাত্র ভরসা রাজ্যের উন্নয়ন ও শান্তি সম্প্রীতি বজায় রাখার। মায়ের মন্দিরে এদিন সকাল থেকেই অঞ্জলি নিতে ভক্তদের ভিড় ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য