Saturday, July 27, 2024
বাড়িরাজ্যকংগ্রেসের ন্যায় পত্র অন্যায়, বঞ্চনা ও প্রতারণার দলিল : বিজেপি

কংগ্রেসের ন্যায় পত্র অন্যায়, বঞ্চনা ও প্রতারণার দলিল : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : আগামী ১৯ এবং ২৬ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের এবং পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার জন্য মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে আহ্বান জানান প্রদেশ বিজেপি -র মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

 প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ভারতীয় জনতা পার্টির ম্যানুফেস্টো হল মোদি কি গ্যারান্টি। মোদি কি গ্যারান্টির মধ্যে বলা হয়েছে সরকারের প্রতিষ্ঠিত হলে কৃষক, যুবক, নারী, শ্রমিক সকল অংশের মানুষের জন্য কি কি কাজ করবে সরকার। পাশাপাশি কংগ্রেস ন্যায় পত্র নামে যে মেনুফেস্ট প্রকাশ করেছে, সেটা ভালো করে পড়লে বুঝা যায়, যারা দীর্ঘ ৫৫ বছর দেশের ক্ষমতায় ছিল তারা আগামী দিনে যদি সরকারের প্রতিষ্ঠিত হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে অন্যায়, বঞ্চনা ও প্রতারণা করবে তারই উজ্জ্বল দলিল কংগ্রেসের ন্যায় পত্র। কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মোদি কি গ্যারান্টি নামে যে সংকল্পপত্র সামনে আনা হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। কারণ মোদি যা বলেন তা করে দেখান বলে জানান প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি -র মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য