স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : মঙ্গলবার দুপুরে শিশু বিহার স্কুলে পোস্টাল ব্যালট ভোট গ্রহণ পর্ব সরজমিনে দেখতে যান রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগারওয়াল। পরিদর্শনে গিয়ে নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক কথা বলেন ভোট কর্মীদের সাথে। সঠিকভাবে ভোট গ্রহণ চলছে কিনা এ বিষয়টি খতিয়ে দেখেন। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলছে।
সিভিল ও পুলিশ কর্মীদের ভোটগ্রহণ চলছে। পশ্চিম ত্রিপুরা আসনের মোট পোস্টাল ব্যালট ভোটার রয়েছে প্রায় ১২ হাজারের অধিক। পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত প্রত্যেক মহকুমা চলছে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ। তিনি আরো বলেন, আগামী ১৭ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের প্রচার পর্ব সমাপ্ত হবে। তারপর সীমান্তবর্তী এলাকা গুলি সীল করে দেওয়া হবে। নাকা পয়েন্টগুলিতে মনিটরিং করা হবে। যাতে করে বহিরাগতারা পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত এলাকায় প্রবেশ করতে না পারে। ১৮ এপ্রিল সকালবেলা ভোট কর্মীরা উমাকান্ত স্কুল থেকে নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত স্থানে ভোটের সরঞ্জাম নিয়ে রওনা হবে। তিনি আরও জানিয়েছেন, রাজ্যে যেসব টি এস আর জওয়ান কর্মসূত্রে অন্য রাজ্যে দায়িত্ব পালন করছে তাদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তাদের ভোট রাজ্যে এসে পৌছাবে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।