স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : দুঃসাহসিক চুরি ঘটনা সংগঠিত হলো কৈলাসহর শহরের পাইতুরবাজারের দুটি দোকানে। বিগত এক সপ্তাহ পূর্বে অরুণ রায়ের মিস্টির দোকান চুরির পর সোমবার রাতে ফের পাইতুরবাজার এলাকায় একইসাথে দুটো দোকান চুরি হয়েছে। পাইতুরবাজার এলাকায় পরিতোষ দেবের মিস্টির দোকানের বেড়া কেটে দোকানের ভিতর ঢুকে ক্যাশবাক্স থেকে নগদ টাকা সহ দোকান থেকে অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়ে যায়।
একইসাথে পরিতোষ দেবের মিস্টির দোকানের পাশে প্রিয়াংশু দেবের স্টেশনারি দোকানেরও বেড়া কেটে দোকানের ভিতর ঢুকে ক্যাশবাক্স থেকে নগদ টাকা সহ একটি এ.টি.এম কার্ড এবং দোকানের অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়।সোমবার সারাদিন দোকানে ব্যবসা বানিজ্য করে রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন পরিতোষ দেব এবং প্রিয়াংশু দেব। মঙ্গলবার সকালে দোকানে এসে দরজার পাশে বেড়া কাটা দেখেই বিচলিত হয়ে পড়েন এবং আশপাশের দোকান মালিক সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে ভিড় জমান। খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। পুলিশ একটি অভিযোগ গ্রহন করে ঘটনার তদন্তে নেমেছে। এদিকে, এক রাতে একসাথে দুটো দোকান চুরি হওয়ায় স্থানীয় পাইতুরবাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা যায়।