Sunday, May 19, 2024
বাড়িরাজ্যদূর্গা বাড়িতে অষ্টমী পূজা

দূর্গা বাড়িতে অষ্টমী পূজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : মঙ্গলবার সকাল থেকে বাসন্তী পুজোর অষ্টমী তিথি পালিত হচ্ছে। ইতিহাস অনুসারে এই বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গাপুজো। বারোয়ারি পুজোর রূপ না পেলেও এই পুজো এখনও অনেকের বাড়িতে আয়োজিত হয়। অশুভ শক্তির বিনাশের জন্য সব কালেই মানুষ আদ্যাশক্তির আরাধনা করেন।

আগরতলা দুর্গা বাড়িতে হয় অষ্টমী পূজা। সকাল থেকেই ভক্তদের ছিল উপড়ে পড়া ভিড়। ভক্তরা পূজা শেষে অঞ্জলী নেয়। পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজ্য-হারানো রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় এবং সেটাই চলতে থাকে। কিন্তু রামচন্দ্র সীতা-উদ্ধার কালে অশুভ শক্তির বিনাশের জন্য শরৎকালে দুর্গার আরাধনা করলেন। সেই সময় সূর্যের দক্ষিণায়ন এবং দেবতাদের নিদ্রার সময়। একালে দেবীর ঘুম ভাঙানো হল বলে এটি অকালবোধন হিসাবে বিখ্যাত হল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য