স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকাল ৫ টায় সরব প্রচার শেষ হবে। সরব প্রচার শেষ হওয়ার পর কোন রাজনৈতিক দল কিংবা প্রার্থী কোন ধরনের নির্বাচনী সভা কিংবা মিছিল করতে পারবে না। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বাইরের যে সকল লোক পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকায় অবস্থান করছে, তাদেরকে বুধবার বিকাল ৫ টার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকা ত্যাগ করার জন্য আহ্বান জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল।
মঙ্গলবার বিকালে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আর.ও, এ.আর.ও-দের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনে ৪৮ ঘণ্টা আগে যে সকল আচরণ বিধি লাগু হবে সে গুলিকে কার্যকর করার জন্য।
এই সময়ের মধ্যে হোটেল, গেস্ট হাউস গুলিতে বহিরাগত কেউ অবস্থান করলে তাদেরকে বের করে দেওয়া হবে। নাকা পয়েন্ট গুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হবে। ভোট কর্মীদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের জন্য ১৮ এপ্রিল ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবে। আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে ভোট কেন্দ্র গুলিতে সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে ভোটারদের কোন অসুবিধা না হয়। সকল ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা রাখা হয়েছে। জেলা শাসকের কার্যালয় থেকে তা দেখা যাবে। কোথাও কোন অনিয়ম নজরে আসলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।