স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : আসন্ন লাকসভা নির্বাচনকে সামনে রেখে ধনপুরের কাঁঠালিয়ায় এক জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক প্রথমেই বলেন, ধনপুরবাসীরা নতুন রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রতিবাড়িতে পানীয় জলের ব্যবস্থা, প্রতিবাড়িতে শৌচালয়, পাঁচ কেজি করে মাথাপিছু চাল, কৃষক সম্মান নিধি সহ নানা সুবিধা পাচ্ছেন। বিগত ৪০ বছরে ধনপুর থেকে জয়ী হয়ে সংসদীয় রাজনীতিতে গেছেন কমিউনিস্ট নেতারা, তারা ধনপুরের কল্যানে কিছুই করেনি।
হজ যাত্রীদের সংখ্যা বেড়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তথা বাংলাদেশেও হজ যেতে গেলে একজন সাধারণ ব্যক্তিকে তার সর্বস্ব বিক্রি করতে হয়। আর ভারতবর্ষে একজন ব্যক্তি হজে যেতে গেলে কোন কিছুই বিক্রি করতে হয় না শুধুমাত্র তার উপার্জন দিয়েই তিনি যেতে পারেন। তা সম্ভব হয়েছে একমাত্র মোদিজীর জন্য, বলেন প্রতিমা।
রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সম্পর্কে বলতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, সাব্রুম থেকে চুরাইবাড়ি পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, আগে যেখানে একটি মাত্র জাতীয় সড়ক ছিল বর্তমানে এখানে নটি জাতীয় সড়ক রয়েছে।
মোদীজি পুনরায় ক্ষমতায় এলে ৭০ বছরের উর্ধ্বে প্রত্যেক ভারতীয় ব্যক্তিকে আয়ুষ্মান কার্ডের সুবিধা প্রদান করবেন। সরকারি চাকুরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তি, শ্রমজীবী থেকে ব্যবসায়ী প্রতিটি নাগরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসা সহযোগিতা পাবেন, বলেন তিনি।
২০১৯ এ ভারতীয় জনতা পার্টি ২২ কোটি ভোট পেয়েছে। সে বছর লাভার্থীর সংখ্যা ছিল ২২ কোটি ৭০ লক্ষ। এ বছর লাভার্থীর সং্খ্যা ৩৩ কোটি, এরা প্রত্যেকে ভোট দিলেও ৩৩ কোটি ভোট প্রাপ্তি হবে। এই হিসাবেই এবার ৪০০ পার হবেই। মোদী, অমিত শাহ অংক ছাড়া কথা বলেন না, বলেন প্রতিমা। এদিনের জনসভা থেকে তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।