স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : ধর্মনগর কালিবাড়ি দিঘীরপাড় থেকে দুঃসাহসিক চুরির ঘটনার সংগঠিত হয় বৃহস্পতিবার রাতে। একটি ই রিক্সা চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় মহেশপুর কদমতলা থানাধীন প্রদীপ চন্দ্র নাথ তার ই রিক্সাটি বিকাল সাড়ে পাঁচটায় কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে রেখে আত্মীয়কে নিয়ে বাজার করতে যায়।
সন্ধ্যা সাড়ে সাতটায় সে যেখানে তার ই রিক্সাটি রেখে গিয়েছিল সেখানে ঘুরে আসে, কিন্তু সেই স্থানে সে তার ই রিক্সাটি খুঁজে পায়নি। কালিবাড়ি দিঘির বিভিন্ন প্রান্ত খোঁজে কিন্তু কোথায় ও তার ই রিক্সাটি পায়নি। অবশেষে প্রদীপ কুমার নাথ ধর্মনগর থানায় অভিযোগ নিয়ে উপস্থিত হলে থানা কর্তৃপক্ষ একটা জেনারেল ডাইরি করে ই রিক্সাটি তল্লাশি করা হবে বলে তাকে আশ্বস্ত করে ছেড়ে দেয়।