স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : সারা বিশ্বব্যাপী চাকমা জনজাতিদের প্রধান উৎসব হলো ফুল বিঝু। শুক্রবার থেকে শুরু হয় চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব। তিন দিনব্যাপী চলবে এ অনুষ্ঠান নববর্ষ পর্যন্ত। এভাবেই তারা নববর্ষকে স্বাগত জানাবে। আজ হলো ফুল বিজু।
ফুল বিজু মানে চাকমা সম্প্রদায়ের মানুষরা সকালবেলা ফুল কুড়িয়ে গঙ্গাঘাটে অর্পণ করে। আজ সকালে রাজধানীর রানীর পুকুরে এই অনুষ্ঠানটি হয়। তারপরে তারা একটি রেলি করে বুদ্ধমন্দিরে গিয়ে পূজা অর্পণ করেন। তার অঙ্গ হিসেবে আজ থেকে শুরু হলো তিনদিন ব্যাপী ফুল বিঝু, মূল বিঝু, উৎসব। এই ফুল বিজু উপলক্ষে চাকমা জনজাতিরা আনন্দে মেতে উঠেছেন। এদিন চন্দ্র পাড়ায় বুদ্ধ মন্দিরে ও বিভিন্ন বুদ্ধ মন্দিরে পুজো করা হবে, বয়স্কদের আশীর্বাদ নিয়ে শুরু করবে নতুন বছর। এই ফুল বিজুতে চাকমা ধর্মের জনজাতিরা গৌমতী নদীতে ফুল অর্পণ করেন। উক্ত এই ফুল বিজুতে উপস্থিত ছিলেন করবুক মহকুমা গুমেত ষোলআনি কারবারি দর্শন চাকমা ও উপস্থিত ছিলেন এদে গুমেত ষোলআনি সদস্যরা