স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : ধর্মনগর অফিস টিলার ত্রিপুরা বেকারি গেস্ট হাউসের কক্ষের বাথরুমে এক যুবকের মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে এই ঘটনা সংঘটিত হয়েছে।
ভোর চারটার নাগাদ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম শিবা পুরকায়স্থ, বয়স ২০ বছর। পিতার নাম গৌড় প্রসাদ পুরকায়স্থ। বাড়ি বাগবাসা থানাধীন গঙ্গানগর এলাকায়। মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি ঘটনার তদন্ত চালিয়ে যাবে ধর্মনগর থানার পুলিশ।