স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : শুক্রবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রানীর বাজার পুর পরিষদের অন্তর্গত ১১, ১২, ১৩ এবং ১৪ নং বুথের ৯৬ পরিবারের ২৬৯ জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মানুষকে বঞ্চিত করে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না। দলের লক্ষ্য হলো সবকা সাথ, সবকা বিকাশ। আর সেই দিশা এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার। তবে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয় শান্তি সম্প্রীতি ঐক্য এসেছে। এগুলি যদি আগেই প্রতিষ্ঠা থাকতো তাহলে রাজ্যে থেকে কমিউনিস্টদের বিদায় ঘন্টা বাজত না বলে জানান তিনি। এদিন যোগদান সভায় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।