Friday, July 26, 2024
বাড়িরাজ্যপশ্চিম আসনের বাড়ি বাড়ি ভোটগ্রহণ শুরু

পশ্চিম আসনের বাড়ি বাড়ি ভোটগ্রহণ শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : রাজ্য লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য এদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। ১ নং পশ্চিম ত্রিপুরা আসনের সর্বমোট হোম ভোটার ৪,৫৮১ জন।

 একইভাবে চলবে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের হোম ভোট। অপরদিকে পূর্ব ত্রিপুরা আসনের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৭ এপ্রিল। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। পূর্ব ত্রিপুরা আসনের মোট ভোটার ৪,৭২০ জন। বুধবার ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা উমাকান্ত স্কুল থেকে রওনা হয়েছেন। রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগারওয়াল জানান, বুধবার অর্থাৎ ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে ১২ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ১০ ও ১২ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের বাড়ি বাড়ির ভোট হবে। এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার, পুলিং পার্সন, ভিডিও গ্রাফার, পুলিশ প্রশাসন। রাজধানীর ভট্ট পুকুর এলাকার ১০০ বছর বয়সী ভোটার জ্যোৎস্না দাস জানান, তিনি বাড়িতে বসে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি। বিগত দিনে ভোটকেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হতো। শারীরিক দুর্বলতা এখন চরম আকারে পৌঁছেছে। বাড়িতে বসে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট। অপরদিকে এক পি ডব্লিউ ডি ভোটার জানিয়েছেন, বাড়িতে বসে ভোট দিতে পেরে তিনি অত্যন্ত খুশি। কারণ পায়ের অসুস্থতা নিয়ে তিনি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারতেন না। সুতরাং বাড়িতে বসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে ভোটাররা প্রশাসনিক ভূমিকায় সন্তুষ্ট।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য