স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : মঙ্গলবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেহের কালী বাড়ি থেকে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার ভোট প্রচারে বের হয়। সঙ্গে ছিলেন তিপরা মথার কর্মী সমর্থকরাও।
মেয়র কালীবাড়ি এলাকার থেকে ভোট প্রচারে বের হয়ে মানুষের সমর্থন পেয়ে আপ্লুত হয়েছেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আশাবাদী আসন্ন উপ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কারণ মেয়র থাকাকালীন অবস্থা অনেক কাজ করেছেন এলাকায়। তাই জনগণের বিশ্বাস ও ভরসা রয়েছে তাঁর উপর। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে জানান প্রার্থী দীপক মজুমদার।