Saturday, July 27, 2024
বাড়িরাজ্যইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান  আশীষ

ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান  আশীষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : দেশে গত ১০ বছর বিজেপি সরকার দ্বারা অন্যায় হয়েছে। কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায়নি, নির্যাতিত নারীরা ন্যায় পায়নি। এর বিরুদ্ধে সরকার পরিবর্তন করে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহা।

মঙ্গলবার তিনি প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দেশবাসীর স্বার্থের পাঁচটি ন্যায়ের কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ইন্ডিয়া জোটের সরকার দেশে প্রতিষ্ঠিত হলো কৃষক ন্যায়ের মধ্যে রয়েছে এম এস পি প্রদানের মাধ্যমে ফসলের ন্যায্যমূল্য প্রদান করা, ক্ষতিগ্রস্ত ফসলে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা, জিএসটি মুক্ত কৃষি ব্যবস্থা চালু করা। নারী ন্যায়রের মধ্যে রয়েছে মহালক্ষী যোজনা, অধিকার মৈত্রী, শক্তি সম্মান ইত্যাদি।

অধিকার ন্যায়ের মধ্যে রয়েছে জাতিগত জনগণনা, সংরক্ষণের অধিকার, জল, জঙ্গল, জমি আইনি গ্যারান্টি ইত্যাদি। অপর ন্যায়টি হল যুব ন্যায়। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য প্রথম চাকরির গ্যারান্টি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ৩০ লক্ষ টাকা প্রদান করা, যুবকের মধ্যে ৫ হাজার কোটি টাকা স্টার্টআপ ফান্ড প্রদান করা। এছাড়াও রয়েছে শ্রমিক ন্যায়। দেশের সমস্ত ধরনের শ্রমিকদের জন্য স্বাস্থ্যের অধিকার আইন প্রণয়ন করা, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা ঔষধ সার্জারি পরিষেবা প্রদান করা, শহরে গ্যারান্টি দিতে শহুরের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি এক চালু করা। শ্রমের সম্মান হিসেবে মন রেগা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৪০০ টাকা করে প্রদান করা ইত্যাদি বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইটপ্ল্যাঙ, ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেনার সুদীপ রায় বর্মন, কংগ্রেসের এস সি চেয়ারম্যান সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য